Header Ads


আমি আসবো ।

সুবিশাল নীল জল রাশির তরঙ্গ খেলবে  আপন মনে , সূর্যের তীব্র প্রখরতাও তক্ষণ হার মানবে , 

নীল জল রাশির ডলফিন দের সাথে ছুটে চলা , নীল তিমির  সাথে অতল সমুদ্রে হারিয়ে যাওয়া , কোরাল দের রাজ্যে বেড়াতে যাওয়া । আমি আসবো তরঙ্গের খেলা করার শব্দ শুনতে ।  জেলী ফিসের মৃদু চলাফেরা , হাঙ্গর দের সাথে একটু মোলাকাত করা , আমি আসবো অক্টোপাস তোমার সাথে দেখা করার জন্য , 

আমি আসব অ্যালবাট্রস তোমাদের সাথে ডানা মেলে উড়তে , আমি আসবো যেখানে শুধু নীল জলের ঢেউ গুলো আছড়ে পরে । আমি আসবো ঝড়ো বাতাসের  মৃদু ঘ্রান নিতে , 

আমাকে নিয়ে চলো সূর্য  , আমি যাবো তোমার সঙ্গে  ,  আমি যাবো তোমার শেষ বিকেলে  ঐ পারে  হারিয়ে যাওয়া দেখতে  , 

আমি থাকবো চেয়ে  সেই জোছনা ঝরা রাতের তারা ভঁরা আকাশে , যেখানে থাকবেনা কোন কোলাহল  থাকবে  শুধু সমুদের গর্জন , 

আমি চাইনা আর এই শহরের আধুনিকতার ছোয়া । আমি চাইন আর সীসা ভঁরা বিষাক্ত বাতাসে শ্বাস নিতে । আমি একটু নিস্তার চাই যেখানে প্রকৃতি আমায় টেনে নিবে তার কোলে , যেখানে আমি ভরদুপুরের ক্লান্ত রোঁদে নির্মল বাতাসে গাছের ছায়ায়  একটু ঘুমাতে পারবো । 

আমি সেই গোধূলি বেলা টা চাই যেখানে সূর্য ক্লান্ত শরীরে হেলে পরে । আমি চাই দিন শেষে তারার পরীদের সাথে সাড়া রাত গল্প করতে ।  আমি আসবো , আমি আসবো তিমি তোমার সাথে দেখা করতে । 
আমায় নিয়ে চলো সূর্য তোমার সাথে । 


No comments

Powered by Blogger.