নিন্মমধ্যবিত্ত দেসের তালিকায় বাংলাদেস
নিন্মমধ্যবিত্ত দেসের তালিকায় বাংলাদেস উন্নয়নের হিরিক পরে গেছে দেসে,কিন্তু আমি বলতে চাই উন্নত জদি করতেই হয় দেসের সরকারি হাসপাতাল গুলোকে করুন ডাক্তাদের করুন কারন দেসের হাসপাতাল গুলো কসাই খানা আর ডাক্তারা হচ্চেন দয়া মায়া হিন কসাই সামান্য তম মায়া দয়া তাদের নেই আর সেবক সেবিকা তারাতো মনে হয় ডাক্তারদের থেকেও বর কিছু ওরাতো মানুসকে মানুসই মনে করেনা, এই কথাগুলু বলার কারন হল আমার ভাবা গত ২৫.২. ০১৯। অসুস্ত হয়ে চাঁদপুর জেনারেল হাসপাতাল বরতি হয়, বরতি হওয়ার পর আব্বার অবস্তা ভালই ছিল জখন রাত ২টা বাজে তখন আব্বার অবস্তার একটু অবনতি হয় আমি তখন সেবিকাদের কাছে ছুটে জাই গিয়ে দেখি তার গুমায় তাদের ডাকলাম বল্লাম ভাবার কথা তারাতো আসলইনা কিছু সাজেসান দিলো গেলাম ডিউটি ডাক্তারের কাছে ৩০ মিনিট কান্নাকাটি করে উনার গুম ভাংগালাম উনি আমার ভাবাকে না দেখেই ১টি ঔসদ লিখে দিলো বাহিরে থেকে আমি ঔসদ কিনে আনলাম আবারও গেলাম সেবিকাদের কাছে দারিয়ে রইলাম দস মিনিট তখন রাত সারে চারটা এদিগে আমার ভাবার অবস্তা আসাংকা জনক সেবিকা আসলো ইনজেকসান পুস্ট করলো সাথে সাথে সেবিকা চলে গেলো কিছুখুন পর আমার ভাবার অবস্তা আরও খারাপ হলো আমি আবার সেবিকাদের কাছে জাই তারা আসেনা একপরজায় আমি উত্তেজিত হই সে বের হয় আবার চলেজগেলাম ডাক্তার মসাইর কাছে সেই অপেখখা জেই ডাক্তার আসলো তখন আমার ভাবা নেই। এখন বলেন আপনারা ডাক্তারদের অবহেলায় আজ আমার ভাবা পৃথবিবিতে নেই এটা আমি মনে করি,এবং জেই পরিমান মানুস বাংলদেসের সরকারি হজাসপাতালে মৃত্যু বরন করে আমার মনে সরা পৃথিবিবতেও এতো মানুসের মৃত্যু হয়না নোংরা পরিবেস কোন ঔসদতো রুগিদের দেওয়া তো হয়না বরং দালালি ফ্রি মনে হয় পুরা দেসটা ডাক্তারদের কাছে :জিম্মি তাই বলছি কিছু করুন ডাক্তারদের বিরুদ্দে আমাদের মত মানুস গুলাকে বাচান।

No comments