৭০ হাজার বার ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়লে কবরের আজাব মাফ হয়।
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় উপস্থাপনায় দেশের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৫৭৭তম পর্বে ৭০ হাজার বার ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়লে মৃত ব্যক্তির কবরের আজাব মাফ হয় কি না, সে বিষয়ে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন হাসানুজ্জামান মিন্টু। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : ৭০ হাজার বার ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়লে মৃত ব্যক্তির কবরের আজাব মাফ হয়, এটা কি সত্য?
উত্তর : না, এ ধরনের বক্তব্য হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। এটি হাদিসের নামে যদি বলা হয়ে থাকে, তাহলে জালিয়াতি হবে। কারণ, এটি ইজতিহাদের বিষয় নয়। কবরের আজাবের বিষয়টি ইজতিহাদের বিষয় নয়, এটি অদৃশ্য জ্ঞানের সঙ্গে সম্পৃক্ত। অদৃশ্য জ্ঞানের সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয়ে ইজতিহাদ করে বক্তব্য দেওয়া হারাম। যদি কেউ ইজতিহাদ করে বলে, তাহলে তিনি কবিরা গুনাহ করলেন।
No comments