একটা মেয়ে মহাভুলে একটা অবৈধ সন্তান পেঠে নিল,
একটা মেয়ে মহাভুলে একটা অবৈধ সন্তান পেঠে নিল,জন্ম দিল সেটা মেয়েটারই দোষ! কিন্তু যে ঐ সন্তানের বীজ মেয়েটার শরীরে যে ঢেলে দিয়েছে তার কোনো দোষ দেখিনা। সে সাধু বীরপুরুষ, আমাদের সমাজে। সন্তানের জন্য তার কোনো দুর্নাম/ঝামেলা পোহাতে হচ্ছে না। যা হওয়ার শুধু মেয়েটারই হবে কারণ সেতো ফল দিয়েছে। আমি এখানে মেয়েগুলোকে কখনো বলবো না যে তারা ঠিক কাজ করেছে তাদের শাস্তি হওয়ার কোনো দরকার নেই আমি বলব কলঙ্কের দায় শুধু মেয়েটা একার ঘাড়ে চাপানো হবে কেনো?
নারীবাদী সেলুকাস! আমরা ধর্ষক! ধর্ষক বলে তাদের রুখতে মরিয়া হয়ে যাই। বিচারের জন্য সারা দেশ একসাথে গর্জে উঠে। কিন্তু এই যে আবেগ ঝরানো কথা আর অপবিত্র প্রেমের ছেলেখেলায় শত শত মেয়ে ধর্ষিত হচ্ছে তাদের জন্য কে বিচার চাইবে ! এই নীরবঘাতী ধর্ষকদের নিয়ে কবে কে মুখ খুলেছে!
আর আবেগি প্রেমিকা আপুদের বলব, ছেলের মুখের মোহিনী কথায় ভুলে গেলেন চলে বিছানাতে শুতে!! গর্ভে ধরেন যাকে তাকে আবার মেরে ফেলেন কীভাবে! একটা শিশু হত্যা মানে কি বুঝেন তো! সামান্য কিছু সময়ের সুখের জন্য মানব হত্যার মত পথ বেছে নিতে কুণ্ঠাবোধ করেন না। কাঁদেন ঠিকই, কিন্তু সেটা ভুল সময়ে।
কি দরকার পবিত্র প্রেমে অপবিত্রতার দাগ লাগানোর! যৌনতা আর মনের ক্ষুধার কাছে প্রেমটা এভাবে সস্তা বানাইয়েন না। একটু তো এইবার শোধরান। আবেগটা একটু ঝেরে ফেলুন, সোচ্চার হতে শিখুন। কারো মিষ্টি কথায় তুষ্ট হয়ে বিছানায় না গিয়ে, পারলে তাকে ছেড়ে চলে যান। নীরবঘাতী ধর্ষকদের থেকে দূরে থাকুন!
No comments