Header Ads


হুতুম পেঁচার জন্য বর্ণালী প্রভার বাসন্তীয় শুভেচ্ছা - বিভাবরী কিরণ





২/৩ বছর  আগেও বসন্তের যে আরেকটা মানে আছে তা জানতাম না । তখন শুধু ফুলের সুগন্ধ , কোকিলের ডাক আর মৃদু শীত এগুলোই উপভোগ করতাম । আস্তে আস্তে খেয়াল করলাম সবকিছু এই দিনটায় কপোতি হলুদ শাড়ি পরে আর খোপায় হলুদ গাদা । তারপর কপোত হাতে ফুল নিয়ে এসে তুলে দেয় তার বাসন্তী সুন্দরীর হাতে অতঃপর দুজনে হাত ধরে ঘুরাঘুরি । ব্যাপারগুলো আকৃষ্ট করতো । তাই আমিও কল্পনায় ভাসতে শুরু করেছিলাম যদিও বাস্তবতার সাথে লড়াই করতে তখনো প্রস্তুত ছিলাম না । তথাপি আমি নিজেকে বাসন্তী সুন্দরীর বেসে কল্পনা কর‍তে শুরু করি । হলুদ শাড়ি পরব কিন্তু খোপায় ফুল বাধবো না আমার উনি আসবে হাতে ফুল নিয়ে আর পড়িয়ে দিবে খোপায় । অতঃপর ঘুরতে যাবো অবশ্যই কোনো রেস্টুরেন্ট এ না । এমন কোথাও যেখানে শুধু পাখির কিচিরমিচির শোনা যাবে 

এসব কোনো এক বসন্তে ভাবা কল্পনাবিলাস । এখন পরিস্থিতিটাই কেমন উলটে গেছে । মনে হচ্ছে ভালোবাসা ঠিক আমার জন্য না । কেনো সেটার কোনো এক্সেক্ট কারন আমার জানা নেই । আর বসন্তের অনুভুতি সে তার জায়গাই আছে । কোকিলের ডাকটাই শুধু এখন আকৃষ্ট করে । বাকি সব ফেইক লাগে । আমি কিন্তু কোনো ছেঁকা খাই নাই মনে হয় আমার নিজের মন আমাকে ছেঁকা দিয়েছে । এবারের বসন্তটাও ভেবেছিলাম এভাবেই কাটবে , টিভিতে বসন্তের গান আর ফেবুতে ফুলটুস ফুলটুসিদের পিকে লাইক কমেন্ট করতে করতে ইনফেক্ট এখন তা উপভোগও করি  । এবারই প্রথম বসন্ত সাঝ সাজলাম । তাও নিজের ইচ্ছায় না । একটা পিচ্ছি,পাগলি বান্ধুবীর খুব ইচ্ছায় । আর শাড়ি জিনিসটায় আমার দুর্বলতাও মারাত্মক ।  তাই পরেই ফেললাম । আর আজ অসময়ে এসব লিখতে বসলাম এমনই আরেক পাগল বন্ধুর জন্য
শুভ বাসন্তী দিবস











-  বিভাবরী কিরণ  
  আমি হুতুম পেঁচা বলছি । 





No comments

Powered by Blogger.