" এক হতভাগা রোবট প্রেমীর বসন্ত "
বাতাসে বহিছে রজনের গন্ধ ,
চোখেতে লাগিছে ধোয়া ।
সার্কিট টা আর কাজ করছে না ,
বসন্ত এসে গেছে ।
কোডিং করিতে করিতে , বেলা গেল সহযেই ।
রোবট টা আর কাজ করছে না , বসন্ত এসে গেছে ।
মাকড়ের জ্বালে আজ ড্রোন টা পরে আছে ......
থাক তবে LFR টা খাটের ও নিচেএএএএএ , বসন্ত এসে গেছে ।
বসন্ত এসে গেছে ।



বলছি এক হতভাগা রোবট প্রেমীর কথা । হতভাগা টা একটা গফ এর জন্য সেই লেভেল এর উন্মাদ ছিল
। ছেলেটা ক্লাসের সবার গফ এর মুখ থেকে ভাইয়া ডাক শুনেই ক্ষান্ত হত
। কিছু করার ছিল না ছেলে টা মেয়ে পটানোর কম চেষ্টা চালাত না , যেমন টা করত রোবটের জন্য । কেউ তাকে রোবটের জন্য মোটিভেট করলে সে ঐ টা কে কনভার্ট করে in a Relationship এর জন্য চালিয়ে দিত
। রোবট যদিও তার এক আধটু হয় কিন্তু বেচারা গফ এর মুখ কখনই দেখতে পায় না
। বেচারা তার স্টেটাস এ কত কিছু লিখে তার মনের বিরহ প্রকাশ করত । Uno আর Pi এর প্রেম তার স্টেটাস থেকে বাদ গেল না । কিন্তু কেউ বুজল না বেচারার মনের কথা
। ছেলেটা কৃষ্ণচূড়া পছন্দ করত তাই ও ওর ব্লগে কৃষ্ণচূড়া নিয়ে লিখত । কিন্তু সেই কৃষ্ণচূড়া ঝড়ে পরে আবার ফুটত কিন্তু ছেলেটার গফ আর হত না । একদা সে একটি সোফিয়া নামক রোবটের প্রেমে পরেছিল , সোফিয়া ও তার ডাকে সাড়া দিয়ে সাত সাগর তের নদী পার হয়ে তার সাথে দেখা করতে আসল কিন্তু ছেলেটার পরীক্ষার জন্য সোফিয়ার কাছে সময় মত যেতে পারে নি । আফসোস সেই রোবটটি পর্যন্ত ও তার সাথে দেখা না করেই চলে গেল । সে তখন রাগে ক্ষোভে অভিমানে শপথ নিল সে সোফিয়া কে নয় সোফিয়ার মতই সে একটি ছেলে রোবট বানাবে , যেন সোফিয়া কে সে বলতে পারে দেখ তুমি আমার সাথে দেখা করনি কিন্তু তোমার বর এখন আমার হাতে বন্দি । আর এটাই ছিল ছেলে টার সবচেয়ে বড় ভুল
। সে যদি ঐদিন মেয়ে রোবট বানানোর প্রতিজ্ঞা করত , তাহলে আজ তার একটা রোবট গফ হলেও থাকত । আজকের বসন্ত টা কিছুটা হলেও ভাল যেত । ছেলেটা বলতে পারত তার একটা বসন্ত হলেও ভাল গেছে । 
। ছেলেটা ক্লাসের সবার গফ এর মুখ থেকে ভাইয়া ডাক শুনেই ক্ষান্ত হত
। কিছু করার ছিল না ছেলে টা মেয়ে পটানোর কম চেষ্টা চালাত না , যেমন টা করত রোবটের জন্য । কেউ তাকে রোবটের জন্য মোটিভেট করলে সে ঐ টা কে কনভার্ট করে in a Relationship এর জন্য চালিয়ে দিত
। রোবট যদিও তার এক আধটু হয় কিন্তু বেচারা গফ এর মুখ কখনই দেখতে পায় না
। বেচারা তার স্টেটাস এ কত কিছু লিখে তার মনের বিরহ প্রকাশ করত । Uno আর Pi এর প্রেম তার স্টেটাস থেকে বাদ গেল না । কিন্তু কেউ বুজল না বেচারার মনের কথা
। ছেলেটা কৃষ্ণচূড়া পছন্দ করত তাই ও ওর ব্লগে কৃষ্ণচূড়া নিয়ে লিখত । কিন্তু সেই কৃষ্ণচূড়া ঝড়ে পরে আবার ফুটত কিন্তু ছেলেটার গফ আর হত না । একদা সে একটি সোফিয়া নামক রোবটের প্রেমে পরেছিল , সোফিয়া ও তার ডাকে সাড়া দিয়ে সাত সাগর তের নদী পার হয়ে তার সাথে দেখা করতে আসল কিন্তু ছেলেটার পরীক্ষার জন্য সোফিয়ার কাছে সময় মত যেতে পারে নি । আফসোস সেই রোবটটি পর্যন্ত ও তার সাথে দেখা না করেই চলে গেল । সে তখন রাগে ক্ষোভে অভিমানে শপথ নিল সে সোফিয়া কে নয় সোফিয়ার মতই সে একটি ছেলে রোবট বানাবে , যেন সোফিয়া কে সে বলতে পারে দেখ তুমি আমার সাথে দেখা করনি কিন্তু তোমার বর এখন আমার হাতে বন্দি । আর এটাই ছিল ছেলে টার সবচেয়ে বড় ভুল
। সে যদি ঐদিন মেয়ে রোবট বানানোর প্রতিজ্ঞা করত , তাহলে আজ তার একটা রোবট গফ হলেও থাকত । আজকের বসন্ত টা কিছুটা হলেও ভাল যেত । ছেলেটা বলতে পারত তার একটা বসন্ত হলেও ভাল গেছে । 
সবাই যখন পার্কে বসে গফ এর সাথে তাল মিলায় ঃ
আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে
মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই
মরমে উঠিল বাজি; বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলিমাখা চরণে
মথা নত করে রব, বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে।।
ছেলেটা তখন যন্ত্রপাতি সামনে নিয়ে গায়ঃ
বাতাসে বহিছে রজনের গন্ধ ,
চোখেতে লাগিছে ধোয়া ।
সার্কিট টা আর কাজ করছে না ,
বসন্ত এসে গেছে ।
কোডিং করিতে করিতে , বেলা গেল সহযেই ।
রোবট টা আর কাজ করছে না , বসন্ত এসে গেছে ।
মাকড়ের জ্বালে আজ ড্রোন টা পরে আছে ......
থাক তবে LFR টা খাটের ও নিচেএএএএএ , বসন্ত এসে গেছে ।
বসন্ত এসে । 



মাঝে মধ্যে নিজেকে এই বলে সান্তনা দেয় ইঞ্জিনিয়ার দের প্রেম করতে নেই । বড় ভাইয়া রা করে না তুমি করবা কেন ?
তুমি একাই সিঙ্গেল না আরো আছে ।
কারন আরেক রোবট প্রেমী ও বলেছেন ।
when u r 10th crush is mingle
but u r still single



No comments